৩৫তম বিসিএস লিখিত পরীক্ষার নতুন সিলেবাস প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। বাংলা, ইংরেজি, বাংলাদেশ বিষয়াবলি, আন্তর্জাতিক বিষয়াবলি, গাণিতিক যুক্তি ও মানসিক দক্ষতা এবং সাধারণ বিজ্ঞান ও প্রযুক্তি এ ছয়টি আবশ্যিক বিষয় ছাড়াও পদ অনুযায়ী আরও ৮৪টি বিষয়ের সিলেবাস প্রকাশ করেছে পিএসসি। গত মঙ্গলবার ১০ মার্চ পিএসসির ওয়বেসাইটে এ সিলেবাস প্রকাশ করা হয়।
উক্ত সিলেবাসে বাংলা প্রথম পত্রে ১০০ নম্বর, দ্বিতীয় পত্রে (সাধারণ ক্যাডারদরে জন্য) ১০০, ইংরেজি প্রথম পত্রে ১০০, ইংরেজি দ্বিতীয় পত্রে ১০০, বাংলাদেশ বিষয়াবলিতে ২০০, আন্তর্জাতিক বিষয়াবলিতে ১০০, গাণিতিক যুক্তিতে ৫০, মানসিক দক্ষতায় ৫০, সাধারণ বিজ্ঞান ও প্রযুক্তিতে ১০০ নম্বর নির্ধারণ করা হয়েছে। মুল সিলেবাসটি ডাউনলোড করতে ক্লিক করুন এখানে অথবা এখানে। পিডিএফ আকারের ফাইলের সাইজ ১.২০ মেগাবাইট।
0 comments:
Post a Comment