অনেকেই ব্যাংকের চাকুরীর এমসিকিউ, লিখিত ও ভাইভা পরীক্ষা দিচ্ছেন। চাকুরীর পরীক্ষার প্রতিটি ধাপেই ভালো করা জরুরী। তাই, ব্যাংকের চাকুরীর পরীক্ষার জন্য ব্যাংক সম্পর্কিত কিছু তথ্য জেনে রাখা আবশ্যক। যেমনঃ
১. বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদ কত সদস্য বিশিষ্ট – ১৩ (গভর্নর ১ জন, ৪জন ডেপুটি গভর্নর, ৮ জন পরিচালক)
২. মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করতে চাইলে কেন্দ্রীয় ব্যাংক সুদের হারের কি পরিবর্তন ঘটায় – বাড়িয়ে দেয়
৩. কর্মসংস্থান ব্যাংক প্রতিষ্ঠিত হয় কবে – ১৯৯৮ সালে
৪. বাংলাদেশের প্রথম বেসরকারী ব্যাংক কোনটি – আরব বাংলাদেশ ব্যাংক
৫. ব্যাংকের তারল্য যোগ্যতা বলতে কি বুঝায় – চাহিবা মাত্র আর্থিক চাহিদা পূরণ
৬. বাংলাদেশ ব্যাংকের প্রথম গভর্নর এমএন হামিদুল্লাহ।
৭. বাংলাদেশ ব্যাংকের পূর্ব নাম স্টেট ব্যাংক অব পাকিস্তান।
৮. বাংলাদেশ ব্যাংক প্রতিষ্ঠিত হয় ২৬ মার্চ ১৯৭২ সালে।
৯. বাংলাদেশ ব্যাংকের পরিশোধিত মূলধণ ৩ কোটি টাকা (৩লক্ষ শেয়ারে ভিবক্ত)
১০. উপমহাদেশে ব্যাংকিং ব্যবস্থা চালু হয় মুঘল আমলে।
১১. গ্রামীন ব্যাংক (প্রতিষ্ঠিত ১ অক্টোবর ১৯৮৩ সাল) দরিদ্রতম জনগোষ্ঠীকে ঋণ দিয়ে দেশে ও বিদেশে সুনাম কুড়িয়েছিল।
১২. বিনিময় হার নিয়ন্ত্রণ করে কেন্দ্রীয় ব্যাংক।
১৩. বাংলাদেশ ব্যাংক Currency Policy এর আওতায় মুদ্রা ছাপিয়ে থাকে।
১৪. বাংলাদেশের বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক সোনালী ব্যাংক।
১৫. সরকার বেসরকারী মালিকানাধীন বাংলাদেশের একমাত্র ব্যাংক রূপালী ব্যাংক।
১৬. বাণিজ্যিক ব্যাংকের মূলধন কত টাকা করা বাধ্যতামূলক করেছে বাংলাদেশে ব্যাংক? – ৪০০ কোটি টাকা।
১৭. বানিজ্যিক ব্যাংকের তহবিলের উৎস কোনটি? -পরিশোধিত মূলধন, সম্মলিত প্রয়াস, ঋণ গ্রহণ
১৮. রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক কত সালে প্রতিষ্ঠিত ? – ১৯৮৭সালে
১৯. সোনালী ব্যাংকের বিদেশী শাখার সংখ্যা কত – ১০ টি
২০. বানিজ্যিক ব্যাংকের অধিকাংশ ঋণ – স্বল্পমেয়াদী
২১. দেশের প্রথম বেসরকারী ব্যাংক – আরব-বাংলাদেশ ব্যাংক
২২. ১৬ মার্চ’০৯ কোন রাষ্ট্রয়ত্ত ব্যাংক বিনিয়োগ বা মার্চেন্ট ব্যাংকিং কার্যক্রম শুরু করে – জনতা ব্যাংক
২৩. জনতা ব্যাংক প্রথম ‘রেডিক্যাশ কার্ড’ চালু করে।
২৪. বাংলাদেশের বাণিজ্যিক ব্যাংকগ্রুলোকে তার আমানতের ২৫% অংশ বাংলাদেশ ব্যাংকে জমা রাখতে হয়।
২৫. প্রথম বাঙ্গালী মালিকানা ব্যাংক দি ইস্টার্ণ মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড।
২৬. রাষ্ট্রয়াত্ব কোন ব্যাংকটি প্রথম বেসরকারী খাতে হস্তান্তর করে – পূবালী ব্যাংক (১৯৮৩সালে)।
0 comments:
Post a Comment