Best Jobs Preparations world

Video of the Day

Monday, December 21, 2015

ব্যাংকের চাকুরীর পরীক্ষার জন্য ব্যাংক ও অর্থনীতি সম্পর্কিত কিছু তথ্য

অনেকেই ব্যাংকের চাকুরীর এমসিকিউ, লিখিত ও ভাইভা পরীক্ষা দিচ্ছেন। চাকুরীর পরীক্ষার প্রতিটি ধাপেই ভালো করা জরুরী। তাই, ব্যাংকের চাকুরীর পরীক্ষার জন্য ব্যাংক সম্পর্কিত কিছু তথ্য জেনে রাখা আবশ্যক। যেমনঃ
  • অর্থনীতির জনক বলা হয় কাকে ? – অ্যাডাম স্মিথ(তিনি অর্থনীতির ক্ল্যাসিক্যাল মতবাদেও প্রবক্তা)
  • ‘Wealth of nation’গ্রন্থটির লেখক কে ? – অ্যাডাম স্মিথ
  • অর্থনীতির ক্ষেত্রে আধুনিক মতবাদ কোনটি ? – বাজার অর্থনীতি
  • জাপানের অর্থনীতির কোন ধরণের ? – পুঁজিবাদী
  • যুক্তরাষ্ট্রের অর্থনীতি কোন ধরণের ? – ধনতান্ত্রিক
  • কোন দেশকে ‘অর্থনৈতিক পরাশক্তি’ বলা হয় ? – জাপানকে
  • আন্তর্জাতিক মুদ্রা্ তহবিল(IMF)কত সালে প্রতিষ্ঠিত হয় ? – ১৯৪৫ সালের ২৭ডিসেম্বর
  • (IMF)এর সদও দপ্তর কোথায় অবস্থিত ? – ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র
  • দ্রব্যসামগ্রীর তুলনায় অর্থেও যোগান বেশি হলে তাকে কি বলে ? – মুদ্রাস্ফীতি
  • দ্রব্যমূল্য ২%-৬% বৃদ্ধি পেলে তাকে কি বওে ? – মৃদু মুদ্রাস্ফীতি
  • স্বর্ণমুদ্রা প্রথম কোথায় চালু হয় ? – চীনে, ৪র্থ খ্রিষ্টপূর্বাদ্ধে
  • বিশ্বেও প্রথম ব্যাংক প্রতিষ্ঠিত হয় কোথায় ? – চীনে, শান্সী ব্যাংক(খ্রিস্টপূর্ব ৬০০ অব্দে)
  • বিশ্বেও প্রথম সংগঠিত কেন্দ্রীয় ব্যাংক কোনটি ? – দি ব্যাংক অব ইংল্যান্ড
  • বিশ্বেও প্রথম সরকারব্যিাংক কোনটি ? – দি ব্যাংক অব ভেনিস
  • বিশ্বেও প্রথম সনদপ্রাপ্ত ব্যাংক কোনটি ? – দি ব্যাংক অব সুইডেন
  • বিশ্বেও প্রথম আধুনিক ব্যাংক প্রতিষ্ঠিত হয় কোথায় ? – ইংল্যান্ড
  • বিশ্বেও প্রথম কেন্দ্রীয় ব্যাংক প্রতিষ্ঠিত হয় কোথায় ? – ইংল্যান্ড
  • ব্যাংকিং ব্যবসা প্রথম কোথায় শুরু হয়েছিল ? – ইতালিতে
  • বিশ্বেও কোন ব্যাংক প্রথম নোট ইস্যু কওে ? – দি ন্যাশনাল ব্যাংক অব সুইডেন (১৬৫৬ সালে )
  • Bankশব্দটি কোথা থেকে এসেছে ?- ইতালির Banco থেকে
  • Twin of Britton woodsবলে পরিচিত –  IMF & IBRD
  • উপমহাদেশে প্রতিষ্ঠিত প্রথম ব্যাংক কোনটি ? – দি হিন্দুস্তান ব্যাংক (কলকাতায়,১৭০০সালে)
  • উপমহাদেশের প্রথম কেন্দ্রীয় ব্যাংক কোনটি ? – দি রির্জাভ ব্যাংক অব ইন্ডিয়া(১৯৩৫সালে)
  • যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংকের নাম কি ? – দি ফেডারেল রির্জাভ সিস্টেম/ব্যাংক
  • ইরানের কেন্দ্রীয় ব্যাংকের নাম কি ? – সেন্ট্রাল ব্যাংক অব দ্য ইসলামিক রিপাবলিক অব ইরান (পূর্বে ছিল দি ব্যাংক মারকাজি)
  • সুইডেনের কেন্দ্রীয ব্যাংকের নাম কি – রিকস্ ব্যাংক
  • চীনের কেন্দ্রীয ব্যাংকের নাম কি – দি পিপল’স ব্যাংক অব চায়না
  • জার্মানীর কেন্দ্রীয ব্যাংকের নাম কি – ডয়চে বুন্ডেস ব্যাংক
  • রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংকের নাম কি – সেন্ট্রাল ব্যাংক অব দ্য রাশিয়ান ফেডারেশন
  • ব্রাজিলের কেন্দ্রীয় ব্যাংকের নাম কি – ব্যাংকো সেন্ট্রাল ডো ব্রাজিল
  • SEACEN – South East Asian Central Banks
  • স্টক শেয়ার প্রবর্তিত নতুন পদ্ধতি কোনটি – ডিম্যাট
  • কেন্দ্রীয় ব্যাংক নেই আফগানিস্তানে।
  • ভারতের কেন্দ্রীয় ব্যাংকের নাম রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া।


Ripon Abu Hasnat

Author & Editor

Has laoreet percipitur ad. Vide interesset in mei, no his legimus verterem. Et nostrum imperdiet nostrum imperdiet appellantur appellantur usu, mnesarchum referrentur id vim.



0 comments:

Post a Comment

Social Time

Facebook
Like Us
Google Plus
Follow Us
Twitter
Follow Us
Pinterest
Follow Us